Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > আন্তর্জাতিক > এশিয়া > ইসলামাবাদ হাইকোর্টে তিন মামলায় আপিল করবেন ইমরান

ইসলামাবাদ হাইকোর্টে তিন মামলায় আপিল করবেন ইমরান

ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) তিন মামলায় দেয়া সাজা চ্যালেঞ্জ করে শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আপিল করবেন বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে হওয়া সাইফার, তোশাখানা ও ইদ্দাত মামলার রায় চ্যালেঞ্জ করে আপিল করবেন ইমরান, যার খসড়া তৈরি করেছেন আইনজীবী সালমান সাফদার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আইনি দলে আছেন আলি জাফরও।

আইএইচসিতে একই দিনে ইদ্দাত মামলায় ইমরানের স্ত্রী বুশরা বিবির সাজাও চ্যালেঞ্জ করা হবে।

এসব মামলার বিচার শুরু হয় আদিয়ালা কারাগারে, যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পিটিআই-সমর্থিত আইনজীবীরা।

মামলাগুলোতে আদালতে ইমরান কিংবা বুশরার হয়ে লড়বেন না সরদার লতিফ খোসা।

আদালতে ইমরানের আপিলের পরিণতি নির্ভর করবে বেঞ্চের ওপর। আপিলে তিনি সাজা বাতিল ও জামিন চাইবেন।

ইমরান ও বুশরা উভয়ই আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুকের বিষয়ে অনাস্থা প্রকাশ করেছেন। তারা মামলাগুলো আইএইচসির প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে পাঠানোর অনুরোধ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *