Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > উইলিয়ামসন, জয়সওয়ালদের সাথে আইসিসির নিসাষ্কা

উইলিয়ামসন, জয়সওয়ালদের সাথে আইসিসির নিসাষ্কা

অনলাইন ডেস্ক:

ফেব্রুয়ারি মাসে ক্রিকেট দুনিয়া দেখেছে দারুণ কিছু ম্যাচ। সেখানে অবিশ্বাস্য পারফর্ম করে নজর  কেড়েছেন কয়েকজন ক্রিকেটারও। আর মাসের সেরা তিন ক্রিকেটার হিসেবে আইসিসি বেঁছে নিয়েছে কেন উইলিয়ামসন, ইয়াশাসভি জয়সওয়াল ও পাথুম নিসাঙ্কাকে। তারাই পেয়েছেন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের নমিনেশন। 

ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ তারকার  তকমাটা অনেক আগেই পেয়েছেন জয়সওয়াল। এবার সেটাকে বাস্তবে পরিণত করার কাজ করে চলেছেন এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে রাখছেন অমিত প্রতিভার ছাপ। স্রেফ ফেব্রুয়ারি মাসেই পরপর দুই টেস্টে করেছেন টানা দুটি ডাবল সেঞ্চুরি।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে আসে ২০৯ রান। বাইশ গজে ছিলেন ৪২৩ মিনিট। পরের টেস্টেই রাজকোটে আরও দেখা পান ডাবল সেঞ্চুরির। এবার ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস। রাঁচি টেস্টেও তার ব্যাট থেকে এসেছে ৭৩ রানের ইনিংস। ফলে প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ে ভালোভাবেই থাকছে তার নামটা। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। আর সেই জয়ে বড় ভূমিকা রেখেছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুই টেস্টে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করেন উইলিয়ামসন।

প্রথম ইনিংসে ১১৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে আসে ১০৯ রানের ইনিংস। শুধু তাই নয়, হ্যামিলটনে পরের টেস্টের চতুর্থ ইনিংসে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান এই ব্যাটার। 

উইলিয়ামসন, জয়সওয়ালদের সেরার লড়াইয়ে অন্য নাম নিসাঙ্কা। এই তালিকায় তিনি এসেছেন প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরি দিয়ে। শুধু তারই নয়, এটা কোন শ্রীলঙ্কান ব্যাটারেরও ওয়ানডে ফরম্যাটে প্রথম ডাবল সেঞ্চুরি। 

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩৯ বলে ২১০ রানের দানবীয় এক ইনিংস খেলেন নিসাঙ্কা। এর আগে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৮৯ রানের ওয়ানডে ইনিংস খেলেছিলেন সনাথ জয়সুরিয়া। এছাড়া সিরিজের শেষ ম্যাচেও নিসাঙ্কার ব্যাট থেকে এসেছে ১১৮ রানের ইনিংস। 

ওয়ানডে ফরম্যাটের ফর্মটা টি-টোয়েন্টি ক্রিকেটেও টেনে নিয়ে যান ২৫ বছর বয়সী এই ব্যাটার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ বলে করেন ২৫ রান। আর শেষ ম্যাচে মাত্র ৩০ বল থেকে করেছেন ৬০ রান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *