Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > এসএন্ডবি নাইস ফুডস ভ্যালি লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলার আসামি আবুল কাশেম গ্রেপ্তার

এসএন্ডবি নাইস ফুডস ভ্যালি লিমিটেডের অর্থ আত্মসাৎ মামলার আসামি আবুল কাশেম গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর  সুনামধন্য প্রতিষ্ঠান এসএন্ডবি নাইস ফুডস ভ্যালি লিমিটেড’র’প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার (পানি) হিসেবে কর্মরত ছিলেন আবুল কাশেম লিটন ,প্রায় ১০ লক্ষ টাকা প্রতিষ্ঠানে ব্যাংক একাউন্টে জমা না করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, তাকে অর্থ আত্মসাৎ মামলায় বৃহস্পতিবার মডেল থানা পুলিশ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে অভিযুক্ত ব্যক্তি ১৫ এপ্রিল ২০২৩ই তারিখে উক্ত প্রতিষ্ঠানে যোগদান করেন।  বিবাদী কোম্পানির বহুল জনপ্রিয় পণ্য ‘দম মিনারেল ওয়াটার’ পুরো ফেনী বাজারজাত করণের দায়িত্ব পেয়েছে পার্শ্ববর্তী জেলার মিরসরাই, সেনবাগ ও চৌদ্দগ্রাম উপজেলা। 

কোম্পানির কারখানা প্রয়োজনীয় সংখ্যক বোতলজাত পানি সংগ্রহ করে উল্লেখিত স্থানের দোকানে সরবরাহ করত।  কিন্তু আসমী কোম্পানীতে যোগদানের পর থেকে কোম্পানীর কারখানা থেকে সংগৃহীত বোতলজাত পানির টাকা কোম্পানীতে বিক্রয়ের জন্য জমা দিতে অনিয়ম করায় আসামী প্রায়ই জিজ্ঞাসাবাদে বাজারের টাকা পাওনার অজুহাত দেন। 

দিনের পর দিন, মাসের পর মাস বাজার থেকে সংগৃহীত টাকা প্রতিষ্ঠানে জমা দিতে আসামিরা অবিশ্বাস্য বিলম্ব ও অনিয়ম করতে থাকলে এক পর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। ২০২৪ সালে আসামী কোম্পানিতে যোগদানের তারিখ থেকে মোট ৫২২৭৩৮৩/- ২০ জানুয়ারী পর্যন্ত কোম্পানীর কারখানা থেকে বিক্রয়ের জন্য দুইশত) বোতলজাত পানি সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ২৯১০৬/- মূল্যের বোতলজাত পানি অবিক্রীত ছিল।  পরিস্থিতির কারণে বিবাদী মাত্র ৫০ হাজার টাকা জামানত প্রদান করেন।  বোতলজাত পানি বাজারে বিক্রি করে অবশিষ্ট ৯৪৪৩৩০/-আদায় করা হলেও আসমী প্রতিষ্ঠান হিসেবে জমা না দিয়ে নিজের কাজে ব্যবহার করে আত্মসাৎ করে।
গ্রেফতারের বিষয় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত আসামি আবুল কাশেম লিটনকে গ্রেপ্তার করি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *