নিজস্ব প্রতিনিধি:
কুয়েতের মানগাফ শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের বেশির ভাগই প্রবাসী শ্রমিক। আজ বুধবার (১২ জুন) ভোর ছয়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় আবাসিক ভবনটিতে ভোর ছয়টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন উদ্ধার তৎপরতা চলছে।
প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ৩৫ জনেরও প্রাণহানির কথা বললেও পরে মৃত বেড়ে ৪১ জন হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ঈদ আল-ওইহান জানান, ভবনটিতে বিদেশি শ্রমিকরা বাস করতেন। ধারণা করা হচ্ছে, ভবনটিতে অতিরিক্ত মানুষজন বাস করতেন। সে কারণে প্রাণহানির সংখ্যা এত বেশি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ। তিনি অগ্নিকাণ্ডের জন্য ভবন মালিককে দোষারোপ করেন এবং বিচারের আওতায় আনার ঘোষণা দেন। ভবন মালিককে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির নিচের দিকের তলাগুলোতে আগুন জ্বলছে, ওপরের তলাগুলো ছেঁয়ে আছে কালো ধোঁয়ায়।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে ৪ জন ভারতীয় বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। অন্যরা কোন কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি।
আহত অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।