নিজস্ব প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর তারিখে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব এর উদ্যোগে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ধলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এই মেডিকেল ক্যাম্প পরিচালনার কার্যক্রম সার্বিকভাবে সমন্বয় করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ওয়ার্কিং কমিটির সদস্য ও রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা: শাহ মো: আমান উল্লাহ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
মেডিকেল ক্যাম্প এ চিকিৎসা সেবা প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা: এম আর হাসান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর ড্যাব নেতা ডা: রাকিব।
মাঠ পর্যায়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সার্বিক সহযোগিতা করেছেন ধলিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।