দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি:
ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আবুল কালাম নামের এক যুবক হত্যাকান্ডের মামলার পলাতক আসামি মোঃ আরিফ হোসেন’কে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার বিকেলে তাকে আটক করে মহিপাল হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রের মাধ্যমে মামলার ঘটনার গাড়ির চালক মো: আরিফ হোসেনকে ফেনীর লালপুল এলাকায় অভিযান পরিচালনায় গ্রেফতার করেন। তার বাড়ি লক্ষিপুরে।
উল্লেখ্য , গত ৪ জুলাই সন্ধ্যায় আবুল কালাম বেকের বাজার থেকে অটোরিক্সাযোগে নিজ বাড়ি দক্ষিণ নেয়াজপুর ফেরার পথে দাগনভূঞা থানাধীন নোয়াখালী জেলামুখী বেকের বাজার ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে পিছন দিক থেকে বেপরোয়া ও দ্রæত গতিতে আসা ‘সুগন্ধা কিং’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে আবুল কালাম সহ দিদার একজন যাত্রী এবং একজন পথচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আঘাত প্রাপ্তদের দ্রæত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং আবুল কালাম চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে দাগনভূঞা থানায় ‘সুগন্ধা কিং’ বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।