নাজমুল হাসান শুভ, দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি সম্প্রসারণের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান ১৭ এপ্রিল বুধবার দুপুর ১২ঘটিকায় উপজেলা কৃষক হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিউদ্দিন মজুমদার, মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হকসহ উপ সহ-কারী কৃষি অফিসারগণ, কৃষক কৃষাণী, ও সাংবাদিবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এসময় ৮৮০ জন কৃষকদের মাঝে এক বিঘা জমি হারে প্রতি কৃষকে ৫ কেজি বীজ ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিওপি সার প্রদান করা হয়েছে।