Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > নারী গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নারী গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

তালাশ ডেস্ক:
জামালপুরের সরিষাবাড়ীতে এক নারী গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ওই নারী একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের (৪৫) সহযোগী কামাল হোসেন (৫০) ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীর স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। এরপর কামাল হোসেন তাকে ডোয়াইল বাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেন। ভাড়া বাসায় তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন কামাল হোসেন। বিষয়টি ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনকে জানান ওই ভুক্তভোগী।

ঘটনাটি জানার পর ইউপি চেয়ারম্যান স্বপন ওই নারীকে তার ভাড়া বাসায় যাওয়ার জন্য বলেন। ওই ভাড়া বাসায় গত ২২ জানুয়ারি তাকে ধর্ষণ করেন ইউপি চেয়ারম্যান স্বপন।

এ ঘটনায় কামাল হোসেন ও ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ধর্ষণ মামলা করেন ওই গ্রাম পুলিশ সদস্য। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *