Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > না ফেরার দেশে চলে গেলেন আল্লামা লুৎফর রহমান।

না ফেরার দেশে চলে গেলেন আল্লামা লুৎফর রহমান।

তালাশ ডেস্ক:

মাওলানা লুৎফর রহমান (৮৮) আর নেই। আজ রোববার বেলা পৌনে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য জানান।

আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, তাঁর বাবা সেদিন সকালে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

মাওলানা লুৎফর রহমানের ছেলে বলেন, মাথায় বড় ধরনের অপারেশনসহ মাওলানা লুৎফর রহমানকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। প্রায় ১৮ দিন পর আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা।

তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। প্রখ্যাত এ আলেমে দ্বীন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তাঁর বেশ পরিচিতি রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *