Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > ফেনীতে পুলিশের হাতে গ্রেফতার ইউপি সদস্য।

ফেনীতে পুলিশের হাতে গ্রেফতার ইউপি সদস্য।

তানজিদ শুভ:


ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য।

রোববার (১৭ মার্চ) ইউনিয়নের দুর্গনগর সিংহ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ফেনী নদী থেকে বালু উত্তোলনের জন্য শুভপুর বালুমহাল ইজারা নিয়ে গত কয়েক বছরে অন্তত ৮-১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বালু উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি, বাড়িঘর, আশ্রয়ণকেন্দ্র ও কবরস্থান নদীগর্ভে চলে যাচ্ছে। এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের আলোকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে একটি মামলা দায়ের করেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ওই মামলায় রোববার ভোরে ইউপি সদস্য মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইউপি সদস্য মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *