Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > ফেনীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী, চিনি ও ঔষুধ জব্দ করেন ফেনী বিজিবি

ফেনীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ী, চিনি ও ঔষুধ জব্দ করেন ফেনী বিজিবি

জসিম উদ্দিন ফরায়েজী, ফেনী:

ফেনীর ছাগলনাইয়া থানাধীন জয়নগর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও খারয়রুলেল বাড়ীর পরিত্যাক্ত ঘর থেকে ৫ হাজার আটশত নব্বই কেজি চিনিসহ মোট ৪৬ বস্তা ভারতীয় শাড়ী উদ্ধার করে ফেনী ব্যাটালিয়ন(৪বিজিবি)। যার আনুমানিক মূল্যা ১,৩৩,৩৫,৫০০/- টাকা। অপরদিকে জেলার পরশুরাম উপজেলার তুলাতুলী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায়া ভারতীয় ১৯৫০ কৌটা ঔষুধ আটক করা হয়। যার মূল্য আনুমানিক ৭,০৭,৩০০/- টাকা। একই দিনে ফুলগাজী উপজেলার ফেনা পষ্কুরানী নামক স্থান থেকে মালিকবিহনীন অবস্থায় ২ বস্তা ভারতীয় শাড়ী আটক করা হয়। যার মূল্য আনুমানিক ২,৩২,০০০/- টাকা। ২৫শে আক্টবর সন্ধ্যা ৭ ঘটিকার সময় জেলার ছাগলনাইয়া উপজেলার সেক্রেটারি বাগান নামক স্থান হতে ০৪ বস্তা ভারতীয় শাড়ী আটক করা হয়। যার আনুমানিক মূল্যা ২০,০২,০০০/- টাকা। চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মোট ১,৬৩,২৬,৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী কাপড় এবং ঔষধ আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *