নিজস্ব প্রতিনিধি: ফেনীতে বিভিন্ন শিল্পকলা কারখানা ব্যবসায়ী প্রতিষ্ঠানে শিশুশ্রম নিরসনে বিশেষ পরিদর্শন উদ্বুদ্ধকরণ সভা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ফেনী জেলায় বিভিন্ন প্যাকেজিং কারখানা, ওয়ার্কশপ ও মেকানিক্যাল দোকানে শিশু শ্রম নিরসনে বিশেষ পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এর কার্যালয়ের উপ মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহমেদ আজাদ এর নেতৃত্বে বিশেষায়িত একটি টিম এ সময় ফেনী চেম্বারের সহ-সভাপতি হাজী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফরান বাচ্চু, সহায় এর সমন্বয়ক মনজিলা আক্তার মিমি ও এনজিও ফেডারেশনের প্রতিনিধি শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সহ ফেনী শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন প্যাকেজিং কারখানা ছাপাখানা ও মেকানিক্যাল ওয়াকসপ পরিদর্শন করেন এ সময় বিভিন্ন প্যাকেজিং কারখানা ও মেকানিক্যাল ওয়ার্কশপ এ শিশু শ্রমিক ও মালিকদের উপস্থিতিতে আগামীতে শিশুশ্রম বন্ধে ১৮ বছরের নিচে কোন শ্রমিক প্রতিষ্ঠানে কর্মে নিয়োজিত না রাখতে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় সরকারের নির্দেশ অমান্য করলে শিশু শ্রম বন্ধের সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ওয়াকসপ প্যাকেজিং কারখানা ও প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সোমবার সকাল থেকে দুপুর পূর্যন্ত পূর্ব উকিল পাড়া বিসমিল্লাহ প্যাকেজিং, ফাইন স্ক্যাচ, সবুজ আট প্রেস,মদিনা অটো মহাসড়ক, হাজারী রোডে আলম মোটর, মোশাররফ অটো ইঞ্জিনিয়ারিং, টুটুল বাম্পার হাউজ, মক্কা অটো, জাফর অটো, হাফ মুন অটো মোবাইল, এলাহি অটোমোবাইল, জননী অটোমোবাইল, হাসপাতাল মোড় ফারিয়া মোটর,সৌদিয়া মটরস, ফারহানা অটো, শাহাজালাল ইঞ্জিনিয়ার,আজাদ মোটর বিরিঞ্চি রোড় হালিম টায়ার, বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং, সহ প্রায় শতাদিক ওয়াকশপ কারখানা পরিদর্শন করা হয়। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা পরিদর্শক প্রকৌশলী শরীফ আহমেদ আজাদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আমরা সোমবার প্রথম বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছি সকল প্রতিষ্ঠানে কম বেশ শিশু কাজ করতে দেখা গেছে প্রাথমিক ভাবে মালিক ও শ্রমিক দের সর্তক করা হয়েছে এবং শিশুশ্রম নিষিদ্ধ ও সরকারের আইন বাস্তবায়নে উদ্বুদ্ধ করা হয়েছে। সরকারের শিশুশ্রম আইন অমান্য করলে উদ্ধতন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।