আজমির মিশু,ফেনী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেনী পুলিশ লাইন্সে জেলা পুলিশ এর আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও ক্রাইম ) শাহাদাত হোসেন।
এসময় পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ৪ আগষ্টে ফেনীর মহিপালে ছাত্রদের উপর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও যে সমস্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছিল,সেই অস্ত্র উদ্ধারে ফেনী জেলা পুলিশ খুব জোরালো ভাবে কাজ করছে,এবং খুব দ্রুত অস্ত্র গুলো উদ্ধার করতে সক্ষম হবে।ফেনীর মানুষের নিরাপত্তার জন্য কাজ করবে সবসময়,জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াটা পুলিশের প্রথম কাজ।
এছাড়া ফেনীতে যানযট নিরসন, কিশোর গ্যাং দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রবাসীদের নিয়ে কাজ করতে প্রবাসী ড্রেক্সকে আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
এছাড়া, যে সকল থানায় সাধারণ মানুষকে হয়রানি করে, পুলিশ ক্লিয়ারেন্স এর নামে টাকা পয়সা লেনদেন হয়ে থাকলে, পুলিশ সুপার কে অবগত করলে তিনি সাথে সাথে ব্যবস্থা নেয়ার আশ্বাস ও দেন।
এবং তিনি আরও বলেন আগের পুলিশের থেকে সম্পূর্ণ ভিন্নরুপে দেশ জনগণের জন্য কাজ করতে আমরা কাজ করছি। সবসময় সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।
এসময় ফেনী জেলার সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও ফেনীপত্রের সম্পাদক সিদ্দিক আল মামুন, ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, অনলাইন ফেনী সমাচারের সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ সহ আরও অনেক সাংবাদিকবৃন্দ৷ এছাড়া ফেনীতে কর্মরতবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।