Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > ফেনীর গ্রামে অনন্য নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন মসজিদ।

ফেনীর গ্রামে অনন্য নির্মাণশৈলীর দৃষ্টিনন্দন মসজিদ।

নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর হরিপুর গ্রামের এই মসজিদটির নাম ‘কাবিল ভূঁইয়া জামে মসজিদ’
ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর হরিপুর গ্রামের এই মসজিদটির নাম ‘কাবিল ভূঁইয়া জামে মসজিদ’ছবি: প্রথম আলো
মসজিদটি একটি গ্রামকে তথা একটি এলাকাকে অতি অল্প সময়ের মধ্যে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলছে। ওই মসজিদের নির্মাণশৈলীর কথা দূরদূরান্তের মানুষের কানে পৌঁছে গেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার দর্শনার্থীরা আসছেন মসজিদটি দেখার জন্য।

মসজিদটির নাম ‘কাবিল ভূঁইয়া জামে মসজিদ’। ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে কাবিল ভূঁইয়া বাড়ির সামনে অবস্থান মসজিদটির।

ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বাংলাবাজার থেকে আঁকাবাঁকা পথে ওই মসজিদে যেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। গত বুধবার মসজিদের সামনে পৌঁছাতেই এর অন্যন্য নির্মাণশৈলীতে মুগ্ধ হতে হলো। দূর থেকে মসজিদের সামনের অংশ দেখতে অনেকটা টেলিভিশন আকৃতির মনে হয়। মসজিদটি দুইতলাবিশিষ্ট ভবন। এর সুউচ্চ বিশেষ ধরনের মিনারটি মসজিদটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *