জসিম উদ্দিন ফরায়েজী, ফেনী:
ফেনীর পরশুরাম উপজেলার বীরচন্দ্রনগর নামক স্থানের সীমান্ত পিলার ২১৫৩/এমপি থেকে ভারতীয় গাঁজা ও লক্ষ টাকা মূল্যের বাংলাদেশী ঔষুধ ভারতে পাচারকালে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)
বিজিবি সূত্রে জানা যায়, পরশুরাম সীমান্তে টহল চলাকালে ৪ঘটিকার সময় সীমান্ত পিলার ২১৫৩/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের বীরচন্দ্র্রগর নামক স্থানে ভারতে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার বাংলাদেশী ঔষধ আটক করে যার আনুমানিক মূল্য ১,৮৭,২০০/- টাকা। অপরদিকে ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকার সময় ছাগলনাইয়া উপজেলার বাগানবাড়ী নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ কেজি গাজা এবং ১৬ বেতাল বিয়ার জব্দ করে ফেনী বিজিবি।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত গাঁজা স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নথিভুক্ত এবং ঔষধ স্থানীয় শুল্ক অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।