সৈকতের সঙ্গে ফিল্ড-আম্পায়ার হিসেবে আছেন ডেভিড মিলন্স
এদিকে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম আসরের মেগা ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ফলে আগে ব্যাট করবে কুমিল্লা। ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমরা যে দল নিয়ে খেলেছিলেন, তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফাইনালে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ফরচুনরা।
অন্যদিকে, গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে ফাইনালে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিক হাসানের জায়গায় একাদশে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান। ফাইনালে ফিজকে পাওয়াটা কুমিল্লার জন্য নিশ্চয়ই মানসিক স্বস্তির।