নিজস্ব প্রতিনিধি :
শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফেনী জেলা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালিতে প্রধান হিসাবে উপস্থিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অভিষেক দাশ। ফেনী জেলা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরির্দশক প্রকৌশলী শরীফ আহমেদ আজাদের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী চেম্বারের সহ সভাপতি আবুল কাশেম, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সেফটি পরির্দশক ইয়াসিন হোসেন, সাধারণ পরির্দশক জিয়াউল হক, ফারহানা আকতার,রোমান মিয়া,তপন রায় বর্মন, স্বাস্থ্য পরির্দশক শ্যামল চন্দ্র সরকার, হাজেরা আক্তার। ব্রাক জেলা সমন্বয়ক মো: নুরুজ্জামান, ফিল্ড অফিসার আবু বক্কর, এনসিটিএফ সহ সভাপতি শাহরিয়ার উল্লাহ, সহায় সভাপতি মঞ্জিলা মিমি, সদস্য নাহিন আক্তার,সিটি মোটর সত্বাধীকারী সফিকুল ইসলাম, কোয়ালিটি ইর্য়াণ জুট মিলের প্রতিনিধি জহির রায়হান, নবী হোটেলের ম্যানেজার শাহাদাত হোসেন সহ ফেনীর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কলকারখানার প্রতিষ্ঠানের মালিক শ্রমিক প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অভিষেক দাস জানান সরকারের নির্দেশনা অনুযায়ী শিশু শ্রম বন্ধ করতে হবে। এজন্য সকল শিল্প প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান মালিকপক্ষের সহযোগিতা প্রয়োজন। সকল প্রতিষ্ঠান মালিক কে নিজ নিজ অবস্থান থেকে শিশু শ্রম বন্ধে এগিয়ে আসলে।