Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > ভারতকে হারাতে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ

ভারতকে হারাতে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভালো শুরু করা বাংলাদেশ এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারতের।বাংলাদেশের মতো নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারতও।

তাই সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ও ভারত জায়গা করে নেবে ফাইনালে। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু মনে করছেন, ফাইনালের আগে ড্রেস রিহার্সাল হতে পারে এই ম্যাচ।  তিনি বলেন, “আমরা এ মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন মানের দল, সেটাই ভারতের সাথে বোঝা যাবে। ভারতের শক্তির দিক, দুর্বলতা এবং আমরা কোন কোন জায়গায় ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি, কোথায় পারছি না, এটাও বোঝা যাবে। বিশেষ করে ভারতের আক্রমণভাগ ভূটানের বিপক্ষে খুবই ভালো খেলেছে। কিন্তু আমরা তো ভূটান না”

ম্যাচের আগের দিন ২ ঘন্টা অনুশীলন করেছে টিম বাংলাদেশ। নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সুরভী প্রীতি। সেই ম্যাচে ইনজুরির কারণে শেষ করতে পারেননি ম্যাচ। সুরভীকে এই ম্যাচেও পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন আমি মনে করি প্রীতির বিষয়টি সতর্কভাবে দেখতে হবে আমাদের। দেখতে হবে ওকে কতটুকু খেলানো যাবে, আবার যদি একেবারে না খেলায়, তাহলে সেটা ওর মনের ওপর কতটুকু প্রভাব ফেলবে, এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিবো”

৪ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা দুই দল জায়গা করে নেবে ফাইনালে। ভারত প্রথম ম্যাচে ভূটানকে হারিয়েছে ৭-০ গোলে, বাংলাদেশ নেপালকে হারিয়েছে ২-০ গোলে। নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু বিকাল সোয়া ৩টায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *