Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মহাসড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদ -উল – আজহা উপলক্ষ্যে মহাসড়ককে যানজটমুক্ত রাখার লক্ষ্যে ফেনীর মহিপালে উচ্ছেদ
অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্থানীয় ফ্লাইওভার সংলগ্ন সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ফেনী জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ বাহিনী, সড়ক ও জনপদ বিভাগ, বিআরটিএ ও ফেনী, ফেনী পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক দখল করে মালামাল রাখার অপরাধে ৪ জন ব্যক্তিকে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় ২ হাজার টাকা করে সর্বমোট ৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তৎক্ষণিক তা আদায় করা হয়।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে হীরা সুইটস এন্ড কনফেশনারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, অনুযায়ী ৩০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সময় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২টি মামলায় দুই জনকে ১হাজার টাকা ও দোকানের দৃশ্যমান স্থানে সিগারেট বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুইজনকে মোট ৭শত টাকা অর্থদন্ড সর্বমোট ৮টি মামলায় ৩৯ হাজার ৭শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *