Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > মাতুভূঞায় ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

মাতুভূঞায় ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব  প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞা উপজেলা মাতুভূঁঞা ইউনিয়ের ৭ নং ওয়ার্ড মেম্বার মেজবাহ উদ্দিন মেজুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের নিঃশর্ত মুক্তির দাবীতে ১৫ সেপ্টেম্বর বিকালে দাগনভূঞার স্টার রেডিসন কনভেনশন হলে স্থানীয় এলাকাবাসীর উদ্যেগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন মেজুর ছোট ভাই শাহাদাত হোসেন।

তিনি বলেন,আপনারা সবাই অবগত আছেন যে বিগত বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মাতুভূঁঞা ইউনিয়ের ৭নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মেজবাহ উদ্দিন মেজুকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে। তারই প্রক্ষেপটে গত ১১ সেপ্টেম্বর বুধবার রাত ৯ ঘটিকার সময় র‍্যাব-৭ তাকে আটক করে।
আপনারা সবাই জানের আটককৃত মেজু মেম্বার এলাকার মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গরীব দুঃখী মেহনতী মানুষের সেবায় নিজেকে উজার করে কাজ করেছেন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করে আটক করে রেখেছে। প্রকৃতপক্ষে তিনি গত ৪ আগষ্ট রবিবার তিনটেক নামীয় স্থানের ভুঞা বাড়ীতে শরিয়ত উল্যাহর ছেলে রহিম উল্যা গংদের পারিবারিক জমিজমা সংক্রান্ত সালিশে উপস্থিত ছিলেন। উক্ত সালিশে জমি পরিমাপ করেছেন দক্ষিণ নেয়াজপুর নিবাসী জমি পরিমাপকারী মিজানুর রহমান আমিন। তারই উপস্থিতিতে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত তিনি ঐ বাড়ীতে উপস্থিত ছিলেন। যা এলাকার সবাই জানেন। এ সম্পূর্ণ আক্রেশের বশবর্তী হয়ে তাকে উক্ত মামলায় ফাঁসানো হয়েছে।

আমরা এলাকাবাসীরা এ ধরনের হিংসাত্বক নেক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই এ বিষয়ে আমাদের মেজু মেম্বারকে উক্ত মামলা থেকে নিঃশর্তভাবে মুক্তিদানের জন্য সরকারের নিকট জোর দাবী জানাই। আমরা আশাবাদি বর্তমান ন্যায় নিষ্ঠ সরকারের আমলে উক্ত ষড়যন্ত্র মামলা থেকে আমাদের মেজু মেম্বার সহসাই অব্যাহতি পাবেন।

আমরা আশা করছি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে সাংবাদিকগন সত্য ঘটনা প্রকাশ করবেন।

আমরাও চাই বৈষম্য বিরোধী আন্দোলনে অভিযুক্ত অস্ত্রধারীরা আইনের আওতায় আসুক এবং শহীদদের পরিবার উপযুক্ত বিচার পান। মেজু মেম্বারের মত নিরীহ মানুষের যেন হয়রানী না করা হয় এবং দ্রুত মুক্তি দেয়া হয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *