সোনাগাজী প্রতিনিধি :
সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক বৈকালীর নির্বাহী সম্পাদক ও সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাঈনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে পেশাদার সালিশদার বেলায়েত হোসেন প্রকাশ বেলু মুহুরী ও তার ছেলে মাদক ব্যবসায়ি নিজাম উদ্দিন সাইফুল।
এ ব্যাপারে সোমবার (১৮ মার্চ) রাতে সাংবাদিক ইকবাল জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৯৮৪ ।
জিডি সূত্রে জানা যায়, সাপ্তাহিক বৈকালীতে গত ১৭ই মার্চ ‘পেশাদার সালিশদার দালাল বেলু মুহুরির দৌরাত্ম্যে অতিষ্ঠ সোনাগাজীর সাধারণ মানুষ’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদে পেশাদার সালিশদার বেলু মুহুরির সালিশ বাণিজ্যের কারণে হয়রানির শিকার একাধিক ভুক্তভোগীর বক্তব্যসহ স্থানীয় প্রশাসনের বক্তব্য তুলে ধরা হয়। সেই সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় হলুদ সাংবাদিকদের ইন্ধনে গত ১৮ই মার্চ দুপুরে সাংবাদিক ইকবাল এর নাম ও ছবি ব্যবহার করে ব্যানার বানিয়ে সংবাদ সম্মেলনের নামে সাংবাদিক ইকবাল কে নিয়ে বিরূপ মন্তব্য করে। একই দিন বিকেলে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সাংবাদিক ইকবাল কে বেলু মুহুরি ও তার ছেলে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন সাইফুল অকথ্য ভাষায় গালমন্দ করে মারমুখী আচরণ করে। একই সাথে বেলু ও তার ছেলে সাইফুল সাংবাদিক ইকবাল কে হত্যার হুমকি দেয়।
সাংবাদিক ইকবাল জানান, পেশাদার সালিশদার বেলু মুহুরির অবৈধ সালিশ বাণিজ্যের বিরুদ্ধে ফেনীর সাপ্তাহিক বৈকালী পত্রিকায় ভুক্তভোগীদের বক্তব্যসহ একটি বিস্তারিত সংবাদ প্রকাশের জের ধরে বেলু মুহুরি ও তার ছেলে সাইফুল আমাকে প্রকাশ্যে পেয়ে বিভিন্ন রকম গালমন্দসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বেলু মুহুরির ছেলে সাইফুল একজন মাদক ব্যবসায়ী। সে এর আগে গত ২০২১ সালের ৩রা মার্চ মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার হয়। তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী চক্র। তাই আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি এই বিষয়ে হুমকিদাতাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় সাধারণ ডায়েরি (জিডি) প্রাপ্তির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি, তদন্ত সাপেক্ষ দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।