সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমের সভা কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন পিপিএম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলী আকবর, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুর মাওলা কিশোর, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, দীর্ঘপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মগধরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ঈদুল আজহা কোরবানির ঈদে সুন্দর ও নিরাপদ রাখতে আইনশৃংখলার উপর জোর দেয়া হয়, সাগরে ৬৫ দিনে ইলিশ মৎস্য আহরণ থেকে বিরত থাকার উপর জোরদার, স্বাস্থ্য কমপ্লেক্সে জনগণের চিকিৎসার উপর গুরুত্বারোপ, কৃষির উৎপাদন আরো বাড়ানো, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী আশংকা জনক হারে কমে যাওয়ার কারণ বের করার উপর বিশেষ গুরুত্বারোপ করা সহ প্রত্যক ডিপার্টমেন্টের সেবা পরিধি নিয়ে আলোচনা করা হয়