জসিম উদ্দিন ফরায়েজী, ফেনী
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা সেক্টরের আওতাধীন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ২৬ মার্চ সকালে উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টরের আওতাধীন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক জায়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ জন দুস্থ- দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে।
লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।