দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞায় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি গাজাঁ ও মাদক বহনকারী পিকআপ গাড়ীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর সাকিনের বিরলী ব্রিজের পশ্চিম পাশে আমিন বাড়ী রাস্তায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজিম(২৮), পিতা-মৃত কামাল উদ্দিন, মাতা-মৃত রেজিয়া বেগম, সাং-উত্তর চন্দনা(মজুমদার বাড়ী), থানা-পরশুরাম, জেলা-ফেনী, ২. মোঃ মুরাদ(৩০), পিতা-আবু বক্কর ছিদ্দিক, মাতা-মৃত শাহেনা বেগম, সাং-দক্ষিণ শীমদ্দি(গনু জমাদ্দার বাড়ী), ৫নং চন্দের হাট ইউপি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রাজাপুর ইউপির পূর্ব জয়নারায়নপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার ওসি আবুল হাসেম জানান,, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।