Talash Sangbad

Blog Post

Talash Sangbad > News > বাংলাদেশ > আমার বসতঘরটি রক্ষা করুন’দাগনভূঞার বিএনপি নেতা স্বপনের আকুতি

আমার বসতঘরটি রক্ষা করুন’দাগনভূঞার বিএনপি নেতা স্বপনের আকুতি

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা পৌর এলাকার বাসিন্দা কাজী সাইফুর রহমান স্বপনের বসতঘরটি প্রতিবেশী সাইফুল ইসলামের ঘর নির্মানের সময় বড় আকারে গর্ত করায় দেবে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
তিনি তার ভিটেমাটি রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

ভুক্তভোগী সুত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, সাইফুল ইসলামের নির্মানাধীন ৬-তলা ফাউন্ডেশনের আবাসিক ভবনের কাজ চলছে দাগনভূঞার বসুরহাট রোডে। যেখানে নির্মাণ কাজের অংশ হিসেবে, মাটির গর্ত করা হয়েছে। তবে মাটির গর্তগুলো স্বপনদের সেমিপাকা বসতঘর সংলগ্নে একসাথে করায় প্রতিবেশী কাজী সাইফুর রহমান স্বপনের ঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভূক্তভোগী কাজী সাইফুর রহমান স্বপন বলেন, দুর্বৃত্ততায়নের আস্ফালনে মজলুমদের অনেক আর্তনাত চাপা পড়ে যায়। ওরা একটু দুরে গিয়ে বিম করলে আমার জায়গায় কোন ক্ষতি হতো না। এখন কোন জায়গা বাকি না রেখে গর্ত করায় আমার বসতঘরটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আমি এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁনকে জানিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমি নিয়ম-কানুন মেনে বিল্ডিং করছি, যথাযথ অনুমোদনক্রমে ও বিল্ডিংয়ের কলামগুলো অনেক ভিতরে। এতে স্বপনদের বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তা ঠিক, তবে আমরা যেহেতু একই জায়গায় বসবাস করি, একে অপরের সুখ-দুঃখ-ও ভাগাভাগি করতে সম্মত আছি।

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন জানান, আমি বিষয়টি শুনে সরেজমিনে দেখতে যাই। দুঃখজনক হলেও সত্য যে, সাইফুলের প্রতিবেশী সেমিপাকা বিল্ডিং করার সময় কোন জায়গা রাখেন-নি। এখন সাইফুল বিল্ডিং করতে গিয়ে মাটি সরছে। যা দেখে আমি সাইফুলকে তা সাবধানে কাজ করতে বলছি, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *