ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাঃ নিলয়কে অবাঞ্চিত ঘোষণা ||
ফ্যাসিবাদের দোসর, জুলাই বিপ্লবের বিরোধিতাকারী, নিয়োগ বাতিল করে বিশেষ প্রক্রিয়ায় জোরপূর্বক যোগদান, বহিরাগত নিয়ে হাসপাতালে প্রভাব বিস্তার, অনিয়ম-দূর্নীতি সহ নানান অভিযোগ তুলে ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার শোয়েব ইমতিয়াজ নিলয়কে অবাঞ্চিত ঘোষণা করেছে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনীর সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডাঃ নিলয়কে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতনদের দৃষ্টিও আকর্ষণ করেন।
এসময় উপস্থিত সভায় কর্মচারীবৃন্দ জানায়, ডাঃ শোয়েব নিলয় ফ্যাসিবাদের দোসর ছিলেন, ছাগলনাইয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব থেকে অনত্র বদলি করা হলেও তিনি বিশেষ ম্যানেজে নিয়ম বহির্ভূতভাবে ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও’এ পদে যোগদান করে। যোগদান করেই সদর হাসপাতালে বহিরাগতের মগড়ায় হাসপাতালের পরিবেশ বিনষ্ট করে। এসময় অন্যান্যরা আরো বলেন, ডাঃ নিলয় ৯ম গ্রেডের কর্মকর্তা হয়ে ৬ষ্ঠ গ্রেডে চাকরি রহস্যজনক। দীর্ঘদিন ফ্যাসিস্টদের সাথে সক্ষতা রেখেই অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে ফেনীতে চাকরি টিকিয়ে রেখেছেন।
দুর্নীতিপরায়ন, স্বৈরাচারের চিহ্নিত দোসর, ঘুষ কেলেঙ্কারি আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রসমাজের পক্ষ পক্ষ থেকেও ডাক্তার ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়কে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় তার বিরুদ্ধে সতেরটি অভিযোগ উপস্থাপন করে ছাত্রসমাজ। তারা বলেন, আন্দোলন চলাকালীন সময়ে ডাক্তার নিলয় ‘এক দফা কবর দেয়’ সহ নানান উস্কানিমূলক পোস্ট করেন। নতুন বাংলাদেশে কোন ফ্যাসিস্টের অবস্থান ফেনী জেলাতে হবে না বলে জানান তারা।
অবাঞ্চিত ঘোষণা করার বিষয়ে ডাক্তার শোয়েব ইমতিয়াজ নিলয়ের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।